Wednesday, August 23, 2017

এখন যখন তুই আছিস্ পরবাসে
আর আমি হট্টমেলার দেশে
তোকে না দেখেই কাটাতে পারি অক্লেশে
মুখ গুজে উপন্যাসে
গোটা এক প্রেমের মরসুম, (তারপরেও এপিলোগ যাবে রয়ে)
তোর জানালায় ভরা দিন সয়ে সয়ে,
এক শ্রাবণ কি দুই আশ্বিন,
আরও বছর তিন,

তারও পর তুই হবি মিউস
আর আমি ?
আরেক প্রমিথিউস, (মাটি থেকে গড়ব মানুষ
একে একে গরম লোহা
আর হাপরের টানে,) আসবে ঠিক জিউস
সাথে পান্ডোরা
আরও কিছু বছর যাবে কেটে
আরও কিছু শহর হবে ঘোরা, (তারপর একদিন দেখবি ঠিক)
কেমন যাবে মিলে সব
তোর পরবাস
আমার শৈশব,

হারানো যা কিছু
দেখিস কেমন নেবে পিছু
জানলা ভরা দিন
(তোর সিল্হূট
আমার পাতায়
তোর আঁচোড়ের টান,)
এক শ্রাবণ কি দুই আশ্বিন।

No comments:

Post a Comment

The State Funeral

At least they have given her The State Funeral With tongue cut,  She could not have spoken for  The rare award,  The police have done the th...