Saturday, September 12, 2015

সাংঘাই,

কার্নিভাল থেকে শেষ ট্রেনে
বাড়ি ফেরে যুবদল
সকালের কুয়াশাছন্ন
শহর তখন বুঝি ঔপনিবেশিক যুগ ছাড়িয়ে
ক্লকটাওয়ারের হাত ধরে উঠেছে জেগে,
রাস্তায় মানুষ অগণিত চলেছে জীবন জীবিকার সন্ধানে,
প্রতিটি দিন তাদের কাছে জীবন সংগ্রাম
আর জীগ্সহ পাজেল্
মেঘলা দিনের অবসানে
দাঁড়িয়ে দেখলে তা
সাংঘাই শহরের ইতিবৃত্ত বোঝায় সহজেই।

তুমি সাহিত্য পড়ো
আর আমি আইন
যাই পড়ি কেন
আমরা , সে  তো
মুক্তির জন্যই,
গ্রন্থাগার সম্প্রসারণ ও
ত মানব মুক্তির জন্যই,
নিত্শে, ফ্রয়েড, সার্ত,
সবই ত আছে,
তারই মধ্যে
দার্শনিকের
আরেক উন্মেষ,
ওটা ও আরেক
কার্নিভাল,

সাংঘাই
নুইর্ক
হয়েছে
আর
তুমি পেলে
পারগাটরি

আমাদের বাদ রেখে।

(ডং লি অনুদিত ' Old Shanghai'  দ্বারা অনুপ্রাণিত)

No comments:

Post a Comment

The State Funeral

At least they have given her The State Funeral With tongue cut,  She could not have spoken for  The rare award,  The police have done the th...