বৃষ্টির সাথে ভাব না করে উপায় আছে ?একটু কথা কাটাকাটি হল কি হল না,অমনি সে জুড়বে কান্না , আর সে যদি একবার উল্টিয়ে ঠোঁট ধরে মেঘমল্লার তাহলে আর দেখতে হবে না। বাড়ির উঠোন ছাপিয়ে তার কান্না পৌঁছোবে এক্কেবারে বাগানে। সেখানে জল থই থই । তারপর আম ,জাম,কাঁঠাল গাছেদের কাছে নালিশ শেষে সোজা রাজপথ । তারপর রাস্তা ধরে এপাড়া ওপাড়া ঘুরে শেষ মেষ নদীর সাথে দেখা করে সব রাগ অভিমানের উপযুক্ত বহিঃপ্রকাশ। বৃষ্টি আর নদী । দুই মহাঅভিমানি মেয়ে। এদের যারা কাছ থেকে দেখেছে, হাজার ভয় সত্ত্বে ত্ত এদের ভালোবেসেছে। এক দুর্নিবার আকর্ষণে ছুটে গেছে ওদের কাছে। জলে ভিজে একাকার । জলের স্পর্শে কেঁপেছে। তবু জলকেই ভালোবেসেছে আর গেয়েছে প্রাণ ভরে বরষার গান। জলমগ্ন শহরে নৌকার দাঁড় হাতে সেজেছে মাঝি। জলের ওপর আলোর ছবিআঁকা দৃশ্য তখন হয়েছে তার স্বপনের চাবিকাঠি যা দিয়ে সে দিয়েছে পাড়ি তার ভালোলাগার জগতে।বৃষ্টির সাথে ভাব না করে উপায় আছে?
Tuesday, July 11, 2017
Subscribe to:
Post Comments (Atom)
The State Funeral
At least they have given her The State Funeral With tongue cut, She could not have spoken for The rare award, The police have done the th...
-
That boat of Madhu the boatman Is left tied at the ghat of Rajganj No one is taking it As it is filled with jute raw; If they would give...
-
What a Sunshine You bestow On the plains of the city, Still moving slow, What a Sky You like a cover spread On my heart by hours of li...
-
Once the sculpted face Fell and with it fell Our pride Our demons We made love after that By the sides of our past. (For 'Magp...
No comments:
Post a Comment