এখন যখন তুই আছিস্ পরবাসে
আর আমি হট্টমেলার দেশে
তোকে না দেখেই কাটাতে পারি অক্লেশে
মুখ গুজে উপন্যাসে
গোটা এক প্রেমের মরসুম, (তারপরেও এপিলোগ যাবে রয়ে)
তোর জানালায় ভরা দিন সয়ে সয়ে,
এক শ্রাবণ কি দুই আশ্বিন,
আরও বছর তিন,
তারও পর তুই হবি মিউস
আর আমি ?
আরেক প্রমিথিউস, (মাটি থেকে গড়ব মানুষ
একে একে গরম লোহা
আর হাপরের টানে,) আসবে ঠিক জিউস
সাথে পান্ডোরা
আরও কিছু বছর যাবে কেটে
আরও কিছু শহর হবে ঘোরা, (তারপর একদিন দেখবি ঠিক)
কেমন যাবে মিলে সব
তোর পরবাস
আমার শৈশব,
হারানো যা কিছু
দেখিস কেমন নেবে পিছু
জানলা ভরা দিন
(তোর সিল্হূট
আমার পাতায়
তোর আঁচোড়ের টান,)
এক শ্রাবণ কি দুই আশ্বিন।
No comments:
Post a Comment